• সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • ইপেপার
Headline
শেরপুর–হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ তীব্র শীতে কমলগঞ্জে অসহায়দের মাঝে ইনসাফ সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ। পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব শেরপুর সীমান্তে ভারতীয় ৩৬৯ বোতল মদসহ আটক- ২ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় শনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিএনসিএফ, ভাটারা থানার দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য! যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

মাদারীপুরে বৃদ্ধ ভ্যানচালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই

admin / ৪১৯
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মাদারীপুর জেলার শিবচরে সাইদ মোল্লা (৭০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার পর তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বুধবার (০২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা সাইদ মোল্লাকে পথরোধ করে ছুরি মেরে তার ভ্যান ছিনিয়ে নিয়ে যায়।

নিহত সাইদ মোল্লা একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী একজন নিরপরাধ ব্যক্তি। যারা তাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের ছোট ছোট দুটি সন্তান রয়েছে, এখন আমাদের কী হবে? আমাদের দেখার আর কেউ নেই।

কাঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ আহমেদ সৈয়দ বেপারি বলেন, নিহত সাইদ মোল্লা খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি সৎভাবে জীবনযাপন করতেন। আমরা এই নির্মম হত্যার সঠিক তদন্ত ও বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, আমরা খবর পেয়েছি, এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করে তার ভ্যানগাড়ি নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমাদের যৌথবাহিনী দ্রুত তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা বলে ধারণা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category