• মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • ইপেপার
Headline
শেরপুর–হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ তীব্র শীতে কমলগঞ্জে অসহায়দের মাঝে ইনসাফ সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ। পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব শেরপুর সীমান্তে ভারতীয় ৩৬৯ বোতল মদসহ আটক- ২ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় শনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিএনসিএফ, ভাটারা থানার দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য! যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতে, ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ গভীর শোক ;

Imran Mollik / ২০
শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতে, ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ গভীর শোক ;

” জাতি হারাল এক অকুতোভয় আধিপত্যবিরোধী তরুণ নেতা”

১৮ ডিসেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার | ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক -এর মোঃ খলিলুর রহমান যুগ্ন আহবায়ক ইকরাম এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন, গত ১২ ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার পরাজিত ফ্যাসিবাদী শক্তির গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরবর্তীতে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় প্রায় রাত ১০টায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতি আজ একজন আধিপত্যবিরোধী, সাহসী ও নিবেদিতপ্রাণ তরুণ লিডারকে হারাল। তাঁর মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনোই পূরণ হওয়ার নয়। শরীফ ওসমান হাদী ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, স্পষ্টবাদী ও দেশপ্রেমিক মানুষ। সমাজ ও রাজনীতিতে তাঁর দায়িত্বশীল ভূমিকা, দৃঢ় অবস্থান এবং গণমানুষের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে এক ব্যতিক্রমী নেতৃত্বে পরিণত করেছিল।

নেতৃদ্বয় আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর চিন্তা-চেতনা, আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অল্প সময়ের মধ্যেই জুলাই আন্দোলনের এই অকুতোভয় নেতা মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেন এবং ইনকিলাব মঞ্চকে একটি জাতীয় আন্দোলনের রূপ দিয়ে যান।

তাঁরা বলেন, শরীফ ওসমান হাদীর শাহাদাত শুধু তাঁর পরিবার বা নিকটজনদের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মতো একজন প্রতিভাবান তরুণ নেতৃত্ব হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর অবদান ও স্মৃতি আমাদের চলার পথে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

নেতৃবৃন্দ শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে দেশবাসী, শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর নিকট ধৈর্য ও শক্তি কামনা করেন।

সংবাদ প্রেরক


More News Of This Category