
আগে ব্যাট করতে নামা ডেজার্ট পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৩৫ রান। পাওয়ারপ্লে শেষেই বল হাতে নেন সাকিব। ৭ম ওভারে এসে খরচ করেন মাত্র ৫ রান, নিজের প্রথম ওভারেই পেয়ে যান উইকেটের দেখাও। ১৩ বলে ১৩ রান করা ওপেনার ফখর জামানকে সাজঘরে ফেরান সাকিব।
৯ম ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই উইকেট নেন সাকিব। এই ওভারে তিনি খরচ করেন মাত্র ৩ রান, ফিরিয়েছেন ৪ বলে ৪ রান করা স্যাম কারানকে। ২ ওভার শেষে ৮ রান দিয়ে সাকিবের ঝুলিতে তখন জোড়া উইকেট। ১১তম ওভারে এসে আর উইকেট তুলতে পারেননি সাকিব। এই ওভারেও দিয়েছেন মাত্র ৩ রান।
এরপর নিজের শেষ ওভার করতে ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব, এই ওভারেও দিয়েছেন মাত্র ৩ রান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে নিজের বোলিং কোটা শেষ করেন সাকিব।