• মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • ইপেপার
Headline
শেরপুর–হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ তীব্র শীতে কমলগঞ্জে অসহায়দের মাঝে ইনসাফ সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ। পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব শেরপুর সীমান্তে ভারতীয় ৩৬৯ বোতল মদসহ আটক- ২ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় শনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিএনসিএফ, ভাটারা থানার দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য! যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ দুইজন আটক

Imran Mollik / ১০
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

এম মাসুদ রানা নিজস্ব সংবাদ : ঠাকুরগাঁও জেলা প্রশাসক, কার্যালয়ের অধীনে অফিস সহায়ক পদে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রক্সি প্রদান এবং নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার জন্য দুইজন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬) ডিসেম্বর সকালে ঠাকুরগাঁও জেলার কয়েকটি কেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তদারকি টিমের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে এসময় একজন প্রক্সি প্রদানকারী অন্য একজন পরীক্ষার্থী কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

 

আটককৃত প্রক্সি প্রদানকারী দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলের মোঃ আলম( ৩০) আর একজন অন্যের পরীক্ষা দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনী কাছে আটক হয়েছেন।

 

অপরদিকে, নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক হন ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও এলাকার আনসার ইসলামের ছেলে মো. আসাদ আলী (২৫)। পরীক্ষা চলাকালীন তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি প্রদানকারী মো. আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী মো. আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।


More News Of This Category