• মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
  • ইপেপার
Headline
শেরপুর–হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ তীব্র শীতে কমলগঞ্জে অসহায়দের মাঝে ইনসাফ সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ। পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব শেরপুর সীমান্তে ভারতীয় ৩৬৯ বোতল মদসহ আটক- ২ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় শনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিএনসিএফ, ভাটারা থানার দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য! যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির শোক

Imran Mollik / ১৩
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন সাহসী গণতান্ত্রিক নেত্রীকে হারাল, যার নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতীক। বাংলাদেশ লেবার পার্টির একাধিক রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সরাসরি অংশগ্রহণ লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

ডাঃ ইরান বলেন, ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত স্নেহপূর্ণ। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন এবং রাজনৈতিক সংগ্রামে সবসময় সাহস ও দিকনির্দেশনা দিয়েছেন, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় ডাঃ ইরান বলেন, কারাবরণ, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন। প্রেস বিজ্ঞপ্তি


More News Of This Category