• মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • ইপেপার
Headline
শেরপুর–হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ তীব্র শীতে কমলগঞ্জে অসহায়দের মাঝে ইনসাফ সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ। পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব শেরপুর সীমান্তে ভারতীয় ৩৬৯ বোতল মদসহ আটক- ২ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় শনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিএনসিএফ, ভাটারা থানার দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য! যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

গাজীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পূর্ব শত্রুতার জেরে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা আওয়ামী লীগ নেতার

admin / ৮
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

 

গাজীপুরের গাছা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা হাজী মো. শাকিল হোসেন জয়ের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি ও তার পরিবার। অভিযোগের পরপরই একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় তিনি ও তার পরিবার মানহানির শিকার হয়েছেন বলে জানান।

শাকিল হোসেন জয় গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য। তার পরিবারের দাবি, অভিযোগকারী বাদী আওয়ামী লীগ নেতা সুমনের স্ত্রী এবং অভিযোগে একটি দোকানের নাম ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট দোকান মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিল হোসেন জয় এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, তিনি একজন সুনামধন্য ব্যক্তি।

এদিকে শাকিলের পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, অভিযোগের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। তাদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতা সুমন শাকিলের চাচার একটি হত্যা মামলার আসামি এবং অতীতের একাধিক মামলায় তার নাম জড়িত—যা আদালতের বিচারাধীন বলে তারা উল্লেখ করেন। পরিবারের অভিযোগ, এসব বিষয় আড়াল করতেই উদ্দেশ্যমূলকভাবে শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

শাকিল হোসেন জয় ও তার পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানিয়ে বলেন, সত্য উদঘাটন করে যারা মানহানির উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ ও প্রচারণা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।


More News Of This Category