গাজীপুরের গাছা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা হাজী মো. শাকিল হোসেন জয়ের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি ও তার পরিবার। অভিযোগের পরপরই একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় তিনি ও তার পরিবার মানহানির শিকার হয়েছেন বলে জানান।
শাকিল হোসেন জয় গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য। তার পরিবারের দাবি, অভিযোগকারী বাদী আওয়ামী লীগ নেতা সুমনের স্ত্রী এবং অভিযোগে একটি দোকানের নাম ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট দোকান মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিল হোসেন জয় এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, তিনি একজন সুনামধন্য ব্যক্তি।
এদিকে শাকিলের পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, অভিযোগের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। তাদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতা সুমন শাকিলের চাচার একটি হত্যা মামলার আসামি এবং অতীতের একাধিক মামলায় তার নাম জড়িত—যা আদালতের বিচারাধীন বলে তারা উল্লেখ করেন। পরিবারের অভিযোগ, এসব বিষয় আড়াল করতেই উদ্দেশ্যমূলকভাবে শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
শাকিল হোসেন জয় ও তার পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানিয়ে বলেন, সত্য উদঘাটন করে যারা মানহানির উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ ও প্রচারণা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।