পৌষের হাড়কাঁপানো তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ইনসাফ সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জ।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ইনসাফ সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। এ সময় ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, মানুষ মানুষের জন্য—এই চেতনাকে ধারণ করে সমাজের বিত্তবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসা জরুরি।
এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ বলেন, একজন সমাজকর্মী ও সংবাদকর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় শীতবস্ত্র বিতরণে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম মিয়া প্রমুখ।