• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • ইপেপার
Headline
চৌদ্দগ্রাম থানা দিন হাজারী পাড়া এলাকায় সন্ত্রাসী রিয়াজ, নুরা, রোমান গং দের ছুরি আঘাতে মাছ ব্যবসায়ী মোখতার আহমদ ও সাংবাদিকের পরিবার আহাত ও রক্ত জখম। শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত “নির্বাচনী সহিংসতা, প্রশাসনিক সংকট ও তরুণ নেতৃত্বের অভাব: ফেনী–২ থেকে এক প্রার্থীর রাষ্ট্রচিন্তার আহ্বান সহকর্মীদের মুক্তির শীত বস্ত্র উপহার ঢাপরকাঠীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পঞ্চগড়-১: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের নীরবতা শেরপুর–হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না : সাংবাদিকবৃন্দ তীব্র শীতে কমলগঞ্জে অসহায়দের মাঝে ইনসাফ সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ। পুরান ঢাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে ইউরো ফেমাস ক্লাব

সহকর্মীদের মুক্তির শীত বস্ত্র উপহার

Imran Mollik / ২
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নিম্ন আয়ের শিল্পীদের পাশে দাঁড়ালেন সমিতির কার্যনির্বাহী সদস্য-চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। হাড়কাঁপানো এই শীতে নিম্ন আয়ের সহকর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন তিনি। গতকাল বিকেলে শিল্পী সমিতির আঙিনায় দুই শতাধিক শিল্পীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্ন, পলি, সনি রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ প্রসঙ্গে মুক্তি বলেন, ‘আমাদের কিছু সহকর্মী নিম্ন আয়ের। আগের মতো তাদের কাজ নেই। ইন্ডাস্ট্রির অবস্থাও সেভাবে ভালো না। যে কারণে কারোই এখন কাজ নেই। এমন অবস্থায় তাদের এই শীতে অসুবিধা হচ্ছে। যে কারণে তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি। আমরা দুই ঈদে উপহার দেই। এটা তেমনই উপহার। সহকর্মীদের জন্য শীত বস্ত্র উপহার।’

 

ব্যতিক্রম একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আরেকটি বিষয় জানাতে চাই যে, নিম্ন আয়ের সহকর্মীদের জন্য আমি বড় একটি উদ্যোগ নিয়েছি, সেটা এখনই বলব না। সবকিছু প্রস্তুত হলে আনুষ্ঠানিকভাবে জানাব। যে উদ্যোগটি নিয়ে কাজ করছি এটা তাদের দীর্ঘদিনের দাবি।’

 

উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। ‘চাঁদের আলো’তে চিত্রনায়িকার চরিত্র। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের।

 

এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’সহ বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ে না থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায়। বিপন্ন মানুষের পাশে বরাবরই সরব থাকেন মুক্তি।


More News Of This Category