সরেজমিন বার্তা ৮ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম থানায দিন ৫ নং শুভপুর ইউনিয়ন,হাজারী পাড়া এলাকায় তাকিয়া বাড়ি তে পূর্ব শত্রুতা জের ধরে সন্ত্রাসী রিয়াজ, সন্ত্রাসী নুর আহমদ, সন্ত্রাসী রোমান,সহ আরো কয় এক জন লেডি সন্ত্রাসী গ্যাং আপন ,ভাই মাছ ব্যবসায়ী মোখতার আহমদ, স্ত্রী মঞ্জুমা বেগম সহ মেয়ে,নাতিকে বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশে দেশি অস্ত্র দিয়ে মোখতার আহমদ সহ পরিবারের চারজনকে কুপিয়ে জখম করে,
আহত গন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের যান রক্ষার্থে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন, দায়িত্ব রোত চিকিৎসক রোগীদের অবস্থা অসংখ্য জনক দেখে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন , আহত পরিবার চিকিৎসা রত অবস্থায় রয়েছেন, আহাত ভুক্ত ভুগি পরিবার গন চিকিৎসা শেষে শুক্রবার বিকেলে বাড়িতে প্রবেশ করলে সন্ত্রাসী রিয়াজ ও নুরা ও রোমান গং এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ,পুনরায় বাড়ির সামনে এশে আহত পরিবারগন কে হত্যার হুমকি দিচ্ছেন ,
তোরা যুদি কোন আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করিছ কাউকে আর প্রাণে বাঁচাতে দিবোনা কথাটি মনে রাখিছ, আহত পরিবারগন নিজেদের জীবন রক্ষার্থে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট , কুমিল্লা জেলা পুলিশ সুপার, সেনাবাহিনী কুমিল্লা জেলা অধিনায়ক, র্যাপিট অ্যাকশন ব্যাটেলিয়ান (১১) সি বি সি টু কুমিল্লা,চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ,সহ সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ গণের সুদৃষ্টি কামনা করছেন।
কুমিল্লা জেলা প্রতিনিধি