আব্দুল হামিদ সিলেট ব্যুরো চিফ:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, “এই এলাকার মানুষের সেবা করার লক্ষ্যেই আমি দলীয় মনোনয়ন গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি। জনগণের ভালোবাসা নিয়েই আগামীর পথচলা অব্যাহত রাখতে চাই।”
এদিকে মনোনয়নপত্র গ্রহণ শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, নির্ধারিত বিধি অনুযায়ী দাখিলকৃত সকল প্রার্থীর কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে।